জন্ম নিবন্ধন এর আবেদন করলে duplicate পাওয়া গেলে কী করতে হবে?

জন্ম নিবন্ধন এর আবেদন করলে duplicate পাওয়া গেলে কী করতে হবে?

জন্ম নিবন্ধন এর আবেদন করলে duplicate পাওয়া গেলে কী করতে হবে,  জন্ম নিবন্ধন সনদ বাতিলের জন্য আবেদন, জন্ম নিবন্ধন আবেদন, সহজে জন্ম নিবন্ধন করার নিয়ম (২০২২) - Progress Bangladesh, ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই, জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২২, জন্ম নিবন্ধন কি দুইবার করা যায়, জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে, জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা, জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা, অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন ফরম পূরণ করার নিয়ম ২০২২, অনলাইনে জন্ম সনদ নিবন্ধন, তথ্য সংশোধন, অনুসন্ধান আবেদন, Online Birth Certificate Registration, Correction, Verification, Search Procedure, জন্ম নিবন্ধন যাচাই, সংশোধন ও অনলাইন কপি ডাউনলোড | জন্ম নিবন্ধন সনদ PDF, জন্ম নিবন্ধন হেল্পলাইন, জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps, জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার নিয়ম, bdris.gov.bd login, বাচ্চাদের জন্ম নিবন্ধন করতে কি কি লাগে, জন্ম নিবন্ধন ফি কত টাকা ২০২২, জন্ম নিবন্ধন নাম সংশোধন করার নিয়ম

অনেক সময়  জন্ম নিবন্ধনের আবেদন করলে আরও এক বা একাধিক ব্যক্তির সঙ্গে ‘পসিবল ডুপ্লিকেট’ দেখায়। এটি একই নিবন্ধন অফিস, উপজেলা বা জেলার আওতাধীন এলাকার মধ্যে যেমন হয়, তেমনি জেলার সীমানা ছাড়িয়ে অন্য জেলা, বিভাগ এমন কি বিদেশ থেকেও এমনটি দেখায়।  আমরা কীভাবে  বিষয়টির সমাধান করতে পারি?

{getToc} $title={Table of Contents}

পসিবল ডুপ্লিকেট’ দেখানোর কারণঃ

জন্ম নিবন্ধনের আবেদন পত্র দাখিল করার পর কোনো আবেদনাধীন বাক্তির নাম, পিতার নাম এবং মাতার নাম জন্ম নিবন্ধন ডেটাবেসে সংরক্ষিত কোন নিবন্ধনাধীন ব্যক্তির সঙ্গে হুবহু মিলে গেলে সফটওয়্যার সয়ংক্রিয়ভাবে “সম্ভাব্য সদৃশ” বা ‘পসিবল ডুপ্লিকেট’ স্ট্যাটাস দেখায়।

পসিবল ডুপ্লিকেট’ স্ট্যাটাস দেখায় কখন?

নিম্নে বর্ণিত ৫টি নির্ণায়ক বা  ‘প্যারামিটার’ মিলে গেলে ‘পসিবল ডুপ্লিকেট’  ১০০% ‘ডুপ্লিকেট’ হিসাবে প্রতীয়মান হয়ঃ
ক. আবেদনাধীন বাক্তির নাম; 
খ. পিতার নাম; 
গ. মাতার নাম; 
ঘ. নিবন্ধন কার্যালয়ের নাম; 
ঙ. জন্ম তারিখ।

উল্লেখ্য যে ‘পসিবল ডুপ্লিকেট’ হিসাবে চিহ্নিত ব্যক্তিগণের জন্ম তারিখের  ব্যবধান ৮ থেকে ১০ বছর বা তার  বেশি হলে বা স্থায়ী ঠিকানা না মিললে সেই ক্ষেত্রে ‘ডুপ্লিকেট’ হবার সম্ভাবনা সাধারণত ০% হয়ে যায়।

পসিবল ডুপ্লিকেট টি একই জেলায় হয় করণীয় 

‘পসিবল ডুপ্লিকেট’টি একই জেলায় হলে অথরাইজড ইউজার বা ক্ষেত্র বিশেষে উপজেলা নির্বাহী  অফিসার বা উপপরিচালক (স্থানীয় সরকার) প্রয়োজনীয় অনু্সন্ধান বা তদন্ত কিংবা সংশ্লিষ্ট নিবন্ধন অফিসের সঙ্গে যোগাযোগ করে বিষয়টির নিষ্পত্তি করবেন।

পসিবল ডুপ্লিকেট টি অন্য জেলায় হলে করণীয় 

‘পসিবল ডুপ্লিকেট’টি একই জেলায় না হলে প্রথমে প্রশাসনিকভাবে ভিন্ন জেলার সাথে যোগাযোগ করে অনু্সন্ধান বা তদন্ত করতে হবে। এতে ডুপ্লিকেট হওয়ার অনুকুলে কোনো তথ্য পাওয়া না গেলে আবেদনকারীকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করে তার কাছে থেকে অন্যত্র তার জন্ম নিবন্ধন করা হয়নি মর্মে লিখিত নিয়ে আবেদনটি মঞ্জুর করা যেতে পারে। এ ক্ষেত্রে  আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট সকল ডকুমেন্ট সংরক্ষণ করতে হবে।

এখানে উল্লেখ্য যে, আবেদনপত্রটি বাতিল বা মঞ্জুর যা-ই করা হোক না কেন, এর লগ (log) স্থায়ীভাবে সংরক্ষিত থাকবে।

যদি সফ্টওয়্যারে একই নম্বরে একাধিক ব্যক্তিকে দেখায় এ ক্ষেত্রে করণীয় কী?

কোন কোন ক্ষেত্রে একজন ব্যক্তির জন্ম নিবন্ধন নম্বর দিয়ে অনুসন্ধান করা হলে সফ্টওয়্যারে একই নম্বরে একাধিক ব্যক্তিকে দেখায়। এ ক্ষেত্রে করণীয় কী?

অনলাইন জন্ম নিবন্ধনের শুরুতে অসাবধানতা বা অন্যান্য কারণে কোন কোন ক্ষেত্রে একই নম্বর একাধিক ব্যক্তির জন্ম নিবন্ধন নম্বর হিসাবে ব্যবহার করা হয়ে থাকতে পারে। এইরূপ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে নিবন্ধন অফিসে এনে সম্মতির ভিত্তিতে ঐ নম্বরটি একজনকে বরাদ্ধ প্রদান করে অপরজনকে একটি নতুন নম্বর দিয়ে বিষয়টি নিষ্পত্তি করা যেতে পারে। সমঝোতা না হলে যার নিবন্ধন আগে হয়েছে তার জন্য এই নম্বরটি রেখে অপরজনকে নতুন নম্বর বরাদ্দ (reset) করতে হবে। এই অপশনটি BDRIS এর “জন্মতথ্য” মডিউলে “জন্ম নিবন্ধন বিষয় সঠিক করুন” অপশনে গেলে পাওয়া যাবে। সফটওয়্যারে এই অপশনটি শুধু ‘অথরাইজড ইউজার’ পাবেন।

অপর ব্যক্তিকে হাজির করা না গেলে, উপস্থিত ব্যক্তি সম্মত হলে তাকে একটি নতুন নম্বর প্রদান করা যেতে পারে। তদন্ত/অনুসন্ধানে অপর ব্যক্তি অস্তিত্ব-শুন্য প্রমাণিত হলে সেই নিবন্ধনটি বাতিল করতে হবে।

উপসংহারঃ

জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা, জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা, জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে, নতুন জন্ম নিবন্ধন করতে কি কি লাগে, ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই, জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২২, জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps, জন্ম নিবন্ধন হেল্পলাইন,

0 Response to "জন্ম নিবন্ধন এর আবেদন করলে duplicate পাওয়া গেলে কী করতে হবে?"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel